সংক্ষিপ্ত বিবরন : শুভর নিচের ঠোঁটের ডানপাশটা থেতলে গেছে। প্রথমেই শুভর ঠোঁটের ওই থেতলানো জায়গাটা চোখে পড়ল জয়ার। এখন সকাল সাড়ে আটটা। খানিক আগেই বাড়ি থেকে বেরিয়েছে জয়া। আজ ইউনিভার্সিটি নেই। বাড়িতে বলেছে, একটু হাঁটতে যাচ্ছি। ওই নিয়ে কেউ আর মাথা ঘামায়নি। বাবুর বোন। এলাকার সবাই সমীহ করে। রাত দুটোয়ও একা ঘুরে বেড়ালে জয়ার দিকে কেউ চোখ তুলে তাকাবে না। কিন্তু জয়া কোথাও হাঁটতে যায়নি। সোজা এসে ঢুকেছে পাশের বাড়িতে। চারতলায় মিজান সাহেবের ফ্ল্যাটে এসে কলিংবেল বাজিয়েছে। শুভ ভীতুমুখে দরজা খুলেছে।