সংক্ষিপ্ত বিবরন : সুকুমার রায় বাংলা ভাষাভাষীদের কাছে একটি বিস্ময়কর নাম। তার রচিত ছড়া সবার মুখে মুখে গ্রাম বাংলার প্রান্তিক মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। লেখকের বহুমুখী প্রতিভার অনন্য প্রকাশ তার অসাধারণ ননসেন্স ছড়াগুলোতে। সুকুমার রায়ের প্রথম ও একমাত্র ননসেন্স ছড়ার বই আবোল তাবোল শুধু বাংলা সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবিদার। সেসব ছড়া থেকে প্রকাশ করা হয়েছে ‘সুকুমার রায়ের নির্বাচিত ছড়া’ বইটি।