সংক্ষিপ্ত বিবরন : মাত্র চার ঘণ্টার মধ্যে এমন কি ঘটল-যে দুটো দোকানের সাইনবোর্ড কে সরিয়ে ফেলেছে। কিন্তু আমার বুঝতে একটুও অসুবিধা হলো না যে, বাড়ির শাদা পতাকাটা এমনি এমনি নেমে যায়নি। কেউ নামিয়ে রেখেছে। আসলে তা নয়। এই সাইনবোর্ডের মতো পতাকাটাও কেউ সরিয়ে ফেলেছে। কুষ্টিয়া কেন এসেছি। সেটাই এখনো জানি না। কিন্তু শুরু হয়ে গেছে অদ্ভুত সব রহস্যের খেলা।