সংক্ষিপ্ত বিবরন : লোক না বলে বাইশ-তেইশ বছরের একটি ছেলে বলাই ভালো। পরনে জিনসের প্যান্ট। প্যান্টের মধ্যে চার জায়গায় তালি। দু’ জায়গায় ছেঁড়া। গায়ের শার্টটাও সে রকম। চার পাঁচ জায়গায় ছেঁড়া। আর মাথার চুল যেন পাখির বাসা। সেটাও আবার একদিকে বাদামি, একদিকে সবুজ। পায়ের স্যান্ডেলটাও দেখার মতো। তবে দু’ পায়ে একই রকম স্যান্ডেল- এটাই রক্ষা।