সংক্ষিপ্ত বিবরন : বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক রোমেনা আফাজের দস্যু বনহুর সিরিজের একটি উপন্যাস‘জঙ্গলবাড়ী ঘাঁটি’। বাংলাদেশে সববয়েসী পাঠকের কাছে তুমুল জনপ্রিয় দস্যু বনহুরের সিরিজ। নানা ঘটনায় টানটান উত্তেজনাময় এক কাহিনী ফুটে উঠেছে এই উপন্যাসে। দস্যু বনহুরের বীরচিত ঘটনার সমষ্টি আর টানটান উত্তেজনায় পাঠক মনকে দিবে রোমাঞ্চকর অনুভূতি।