সংক্ষিপ্ত বিবরন : ‘প্রেমাংশুর রক্ত চাই’ কাব্যগ্রন্থটি কবি নির্মলেন্দু গুণের প্রথম কবিতার বই। বইটি কবিকে দিয়েছে দেশব্যাপি পরিচিতি। তবে অনেক বিষয়ে করেছে বিতর্কিত। বহুল জনপ্রিয় বইটি আজও পাঠককে প্রকাশকালের মতোই সমানভাবে আপ্লুত করে চলেছে। বইটি পাঠককে শব্দের মায়ায়, ভাবের রসে, চিন্তার অদূর সোনালী ফসলের মাঠে পৌঁছে দিবে বলেই আশা রাখি।