সংক্ষিপ্ত বিবরন : ‘আমি বসে আছি নৌকার গলুইয়ে। পা ঝুলিয়ে বসেছি। নৌকা খুব দুলছে বলেই মাঝে মাঝে নদীর পানিতে পা ডুবে যাচ্ছে। শরীর শিরশির করছে, গায়ে কাঁপন লাগছে। নদীর পানি এত ঠান্ডা হবার কথা না; এই নদীর পানি এত ঠান্ডা কেন? মনে হচ্ছে বরফ গলা পানি, ঘটনাটি কী? স্বপ্নের নদী না তো!’