সংক্ষিপ্ত বিবরন : বহুল পঠিত উপন্যাস ‘দারুচিনি দ্বীপ’-এর কাহিনি যেখানে শেষ, ‘রূপালী দ্বীপ’-এর যাত্রা সেখান থেকেই। তরুণ দলটি অবশেষে তাদের অতিকাঙ্খিত দারুচিনি দ্বীপ তথা সেন্টমার্টিনে পৌঁছায়। এর আগেই নানা কারণে শেষ মুহূর্তে অনেকেই বাদ পড়ে সেই দল থেকে! ওরা যখন নৌকায় তীব্র স্রোতের বিরুদ্ধে এগিয়ে যায় কিংবা জীবনের অমোঘ সত্যের মুখোমুখি হয়, পাঠক যেন নিজেও ওদেরই একজন সঙ্গী হয়ে ওঠে! ‘দারুচিনি দ্বীপ’-এর দ্বিতীয় খণ্ড ‘রূপালী দ্বীপ’ও পাঠকপ্রিয়তা পেয়েছে।