সংক্ষিপ্ত বিবরন : নির্মলেন্দু গুণ দেশের প্রধান কবিদের মধ্যে অন্যতম। মানব জীবনের প্রেম দ্রোহ হতাশা ব্যর্থতা নিয়ে তার ‘চৈত্রের ভালবাসা’ কবিতা গ্রন্থ। কবিতাগুলো প্রেমার্ত হৃদয়ের কথা বলে। পাঠকের মনে ছন্দ মাত্রার এক ইন্দ্রজাল তৈরি করে। নির্মল আনন্দ খুঁজে পাওয়া যাবে কবিতাগুলোয়।