সংক্ষিপ্ত বিবরন : অনেক রাত। জোছনা ভরা আকাশ। গোরী পর্বতের চূড়ায় চূড়ায় জ্যোছনার আলো ঝলমল করছে। চারদিকে যেন শুধু আলোর বন্যা। ধূসর পৃথিবী যেন তার প্রাণ খুলে হাসছে। দস্যু বনহুরের দল সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে দ্রুতগতিতে। গোরী পর্বতের পিছল পথ বেয়ে পিপড়ের সারির মতই লাগছে। নিস্তব্ধ পর্বতের কন্দরে কন্দরে প্রতিধ্বনি হচ্ছে শুধু ঘোড়ার খুরের শব্দ। সর্বাগ্রে দস্যু বনহুর।