সংক্ষিপ্ত বিবরন : খ্যাতিমান শিল্পপতি এফ এম মিন্টুর বিরুদ্ধে একাধিক খুন-ধর্ষণের অভিযোগ নিয়ে পত্রিকা অফিসে হাজির হয় এক তরুনী। তার বক্তব্য চমকে ওঠার মতো। গোপনে শুরু হয় অনুসন্ধান। একপর্যায়ে কিছু তথ্য-প্রমাণও হাতে আসে। এরপর হঠাৎ করেই খুন হন মিন্টু। ক্লু-লেস এ খুনের ঘটনার কিনারা করা মুশকিল হয়ে পড়ে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির তদন্তের সমান্তরালে নিজস্ব অনুসন্ধান চালান এক ক্রাইম রিপোর্টার। মিন্টুর স্ত্রী ও তার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে ঘিরে সন্দেহ দানা বেঁধে ওঠে। শেষে তুচ্ছ সূত্র থেকে বের হয়ে আসে চমকপ্রদ গল্প। এটুকু বলা যায়, রুদ্ধশ্বাস এ উপন্যাসের শেষে নিশ্চিতভাবেই পাঠকের জন্য অপেক্ষা করে আছে দারুণ বিস্ময়! ভিন্নধর্মী উপন্যাসটি পড়ে শুধু রহস্য-রোমাঞ্চ নয়, একাধারে গোয়েন্দা কাহিনি আর প্রথাভাঙা প্রেমের অ্যাখ্যানের স্বাদও মিলবে।