সংক্ষিপ্ত বিবরন : আমার খুব ইচ্ছে হলো বাবাকে মার কথা জিজ্ঞেস করি। এতটা বয়স হলো কখনও তো মাকে নিয়ে বাবার সঙ্গে বিস্তারিত কোনও কথা হয়নি আমার। আমার মা কেন তিন বছরের আমাকে ফেলে চলে গেল, কেন আর কখনও ফিরে এলো না। বাবার সঙ্গে মার কি ডিভোর্স হয়ে গিয়েছিল? নাকি এখনও ঝুলে আছে সম্পর্কটা? কত মানুষেরই তো ওরকম থাকে! এই ধরনের সমস্যায় অত ছোট বাচ্চা সাধারণত মায়ের কাছে থাকে। আমি কেন থাকিনি!