সংক্ষিপ্ত বিবরন : বেশ কয়েকবার কড়া নাড়ার পরও কেউ গেট খুলছে না দেখে মঈন খুবই বিব্রত। আরেকবার কড়া নাড়ার পর গেট খুলেছে এক যুবতী। খুলে কয়েক পলকের জন্য মঈনের দিকে তাকাল সে। মঈন অপলক চোখে তাকিয়েছিল যুবতীর দিকে। শান্ত, স্নিগ্ধ আর অদ্ভুত লাবণ্যময়ী যুবতীটি। মুখখানি খুব মিষ্টি। চোখ দুটো কেমন উদাসীন। বেশ লম্বা, একহারা গড়ন। তাকে দেখে মঈন মুগ্ধ হয়ে যায়। প্রেমের উপন্যাস হিসেবে লেখা হয়েছে ‘কেন দূরে থাক।’