
সংক্ষিপ্ত বিবরন : ১৯২৪ সালে কাজী নজরুল ইসলামের দু’টি কবিতার বই পরপর নিষিদ্ধ হয়। ‘বিষের বাঁশি’ হলো এরই একটি। নিষিদ্ধ ঘোষণা করেও বইটির প্রচার বন্ধ করা যায়নি। কবিতার বইটি সংগ্রহে যুবকদের আগ্রহের অন্ত ছিল না। ‘বিষের বাঁশি’র সুরে তরুণেরা তখন মাতোয়ারা। ‘প্রবাসী’র মতো অভিজাত পত্রিকা গ্রন্থটির প্রশংসা করে লিখেছিল, ‘কবিতাগুলি যেন আগ্নেয়গিরি, প্লাবণ ও ঝড়ে প্রচণ্ড রুদ্ররূপ ধরিয়া বিদ্রোহী কবির মর্মজ্বালা প্রকটিত করিয়াছে। জাতির এই দুর্দিনে মুমূর্ষু নিপীড়িত দেশবাসীকে মুত্যুঞ্জয়ী নবীন চেতনায় উদ্বুদ্ধ করিবে।’




















