ইফতেখার মাহমুদ

ইফতেখার মাহমুদ

জন্ম : 6th May 1980

বই সংখ্যা: 1

বায়োগ্রাফি: ১৯৮০ সালের ৬ মে জন্ম, রংপুরে, নানাবাড়িতে। স্কুল নাটোরে, এরপর রাজশাহী ক্যাডেট কলেজ, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন পড়া। ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক। শিক্ষকতার ভেতর দিয়ে বাংলাদেশী জীবনটাকে খুঁড়তে থাকা। লেখার ভুবনে বাস করেও অ-লেখাকে জীবন জ্ঞান করা সম্ভব—এইটুকু স্বীকার করি। বন্ধু, স্বজন আর অচেনাকে নিয়ে মহাশূন্যের কেন্দ্রে বসে জীবন অনুভব করাই এখনকার কাজ।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2025 All Rights Reserved

loader