তানভীর আলাদিন

তানভীর আলাদিন

জন্ম : 26th November 1970

বই সংখ্যা: 2

বায়োগ্রাফি: তানভীর আলাদিন, পুরোনাম কাজি গোলাম আলাউদ্দিন। পেশায় সাংবাদিক। রাজধানীর বাসিন্ধা হলেও পৈত্রিক নিবাস ফেনীর মাথিয়ারা কাজি বাড়ি। মাতুলালয় কুমিল্লার পয়ালগাছায়। বাবা আয়কর আইনজীবী ও মা মরহুমা সাকিনা আহমেদ চৌধুরাণীর পাঁচ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। ছাত্রজীবন কেটেছে ফেনী ও কুমিল্লায়। তখন ছাত্র রাজনীতি আর গ্রুপ থিয়েটার আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর দীর্ঘদিন ধরে সিনিয়র সাংবাদিক হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত আছেন। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশের তরুণ-যুব সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ইয়ুথ জার্নালিস্টস্‌ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)’র। ব্যক্তিগত জীবনে স্ত্রী আইনুর নাহার লিয়া, দুইকন্যা কাজি রাদিয়াহ্‌ তানজিল ও কাজি রাফিয়াহ্‌ তানজিলকে নিয়েই আলাদিনের প্রশান্তির নীড়। ২৬ নভেম্বরে ১৯৭০ সালে জন্মগ্রহণ করা তানভীর আলাদিন অনুকাব্যকার হিসেবে পরিচিত হলেও তার প্রকাশিত গ্রন্থ সমূহের মধ্যে রয়েছে : মুজিব মানে বাঙলাদেশ (কাব্যগ্রন্থ), সংশপ্তক শেখ হাসিনা (কাব্যগ্রন্থ), মায়া ও কানন (কাব্যগ্রন্থ), ঘর জামাইদের জনসভা (নাটক), ইস্যু নিয়ে কিছু (নাটক), ঢাকার জীবন ডটকম (কাব্যগ্রন্থ), ঘোড়ার ডিম-১ (অনুকাব্যগ্রন্থ), ঘোড়ার ডিম-২(অনুকাব্যগ্রন্থ)।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader