দ্বিজেন্দ্রলাল রায়

দ্বিজেন্দ্রলাল রায়

জন্ম : 19th July 1863

মৃত্যু : 17th May 1913

বই সংখ্যা: 4

বায়োগ্রাফি: তিনি ডি এল রায় নামে বেশি পরিচিত ছিলেন। তাঁর জন্ম হয়েছিল ভারতের নদিয়া জেলার কৃষ্ণনগরে। তাঁর বাবা ছিলেন কৃষ্ণনগর রাজ পরিবারের দেওয়ান। তাঁর গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি বা ডিএল রায়ের গান নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান ‘বঙ্গ আমার, ‘ধনধান্য পুষ্পে ভরা’, জননী আমার’, আজও সমান জনপ্রিয়। দ্বিজেন্দ্রলাল ১৯০৫ সালে কলকাতায় ‘পূর্ণিমা মিলন’ নামে একটি সাহিত্যিক সংগঠন প্রতিষ্ঠা করেন। এটি তখনকার শিক্ষিত ও সংস্কৃতিসেবী বাঙালিদের তীর্থস্থানে পরিণত হয়। এ সময় তিনি ‘ইভনিং ক্লাব’ নামে অপর একটি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন এবং এর মাধ্যমে তিনি প্রথম অভিনয়ে অংশগ্রহণ করেন। বিলেতে থাকা অবস্থায় তিনি সেখানকার অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়-কৌশল ও রঙ্গালয়-ব্যবস্থা নিকট থেকে পর্যবেক্ষণ করেন, যা পরবর্তীকালে নাটক রচনা ও অভিনয়ে তাঁকে গভীরভাবে সহায়তা করে। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য-একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার-পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল-বিজয় ইত্যাদি।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader