সংক্ষিপ্ত বিবরন : দ্বিজেন্দ্রলালের হাসির কবিতা মূলত তাঁর ‘আষাঢ়ে’ ও ‘হাসির গান’ বই দুটি থেকে বাছাই করা কতগুলো গান ও কবিতার সমাবেশ। প্রত্যেকটি কবিতাই স্বতন্ত্র এবং অনন্য। তাঁর কবিতা গুলো শুধু হাস্যরস উপস্থাপনই নয় বরং সামাজিক কপটতা, ভন্ডামির বিপরীতে কৌতুকপূর্ণ পরোক্ষ প্রতিক্রিয়া। স্বদেশি চেতনা একদিন বাঙালির জীবনে যে সাংস্কৃতিক জাগরণ ঘটিয়েছিল তাঁর সৃষ্টি ছিল সেই জাগরণের প্রধান অনুপ্রেরণা। রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলালের ‘আষাঢ়ে’ কবিতা প্রসঙ্গে বলেছেন- “তিনি যে কেবল বাঙ্গালিকে হাসাইবার জন্য আসেন নাই, সে সঙ্গে তাহাদিগকে যে ভাবাইবেন এবং মাতাইবেন এমন আশ্বাস দিয়াছেন।” এটা অত্যুক্তি নয় যে, এই বইটি পাঠকালে একজন পাঠক বইয়ের অন্তর্নিহিত ভাব আবেগ, কৌতুক এবং অন্তরালের উপলব্ধির সমাবেশে নিজেকে সন্নিবেশিত করতে পারবেন।