তারকনাথ গঙ্গোপাধ্যায়

তারকনাথ গঙ্গোপাধ্যায়

জন্ম : 31st October 1845

মৃত্যু : 22nd September 1891

বই সংখ্যা: 1

বায়োগ্রাফি: তারকনাথ গঙ্গোপাধ্যায় ১৮৬৩ সালে কলকাতার ভবানীপুর মিশনারি সোসাইটি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। তারপর কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। ভ্যাকসিন সুপারিন্টেনডেন্ট রূপে কাজের সূত্রে তাকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেতে হয়। তিনি এই সময় থেকেই উপন্যাস লেখার উপাদান ও লোকচরিত্র সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। তার রচিত ‘স্বর্ণলতা’ উপন্যাসটিতে প্রথম গ্রামের গরিব ভদ্র বাঙালির সাংসারিক সুখদুঃখের অনুজ্জ্বল জীবনের পরিচয় পাওয়া যায়। এটি ১৮৭৪ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশিত হয়। এই উপন্যাসটি রাজশাহীর জ্ঞানাঙ্কুর পত্রিকার প্রথম বর্ষে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ১২৭৯ বঙ্গাব্দে। অমৃতলাল বসুর নাটক সরলা তার এই উপন্যাস অবলম্বনে তৈরী যা স্টার থিয়েটারে ১৮৮৮ সালে প্রথম অভিনীত হয় ও জনপ্রিয়তা অর্জন করে।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader