জগদীশচন্দ্র বসু

জগদীশচন্দ্র বসু

জন্ম : 30th November 1858

মৃত্যু : 23rd November 1937

বই সংখ্যা: 1

বায়োগ্রাফি: জগদীশচন্দ্র বসু ১৮৫৮ সালে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। জগদীশচন্দ্র বসু কলকাতার প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক পদে যোগদানের পর থেকেই তাঁর শিক্ষক এবং যথার্থ অনুসন্ধানী গবেষকের বৈশিষ্ট্যমণ্ডিত জীবনের সূত্রপাত ঘটে। উদ্ভিদ জগতের সংবেদনশীলতা বিষয়ক গবেষণার প্রাণ-পদার্থবিদ্যা এবং উদ্ভিদ-শরীরতত্ত্ব বিষয়ক গবেষণায় তিনি সাফল্য পান। এসব ক্ষেত্রে তিনি তাঁর পদার্থবিদসুলভ গভীর দৃষ্টি এবং পরীক্ষা-নিরীক্ষা ও দক্ষতার কার্যকরী প্রয়োগ ঘটান। জগদীশচন্দ্রের বিস্ময়কর কর্মউন্মাদনা এবং একাগ্রচিত্ত বিজ্ঞান সাধনার ফলেই এসব গবেষণা কর্ম সম্পাদন করা সম্ভব হয়েছিল। ১৯০৮ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্য গবেষণা প্রতিবেদন ও প্রবন্ধ রচনা করেন। তাঁর কিছু উল্লেখযোগ্য রচনাবলি হচ্ছে: Responses in the Living and Non-living (1902), Plant Responses as a Means of Physiological Investigations (1906) ইত্যাদি। ১৯৩৭ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ বিজ্ঞানীর সুদীর্ঘ কর্মময় জীবনাবসান হয়।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2025 All Rights Reserved

loader