সংক্ষিপ্ত বিবরন : বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর পরীক্ষা-নিরীক্ষা ও অভিজ্ঞতা নিয়ে লেখা হয়েছে ‘অব্যক্ত’ বইটি। তারহীন সংবাদ প্রেরণ, গাছেরও যে প্রাণ আছে তা এই রচনায় বর্ণনা করা হয়েছে। গাছ জীবিত থাকলে ক্রমাগত বাড়তে থাকে। গাছের নড়াচড়া দেখে বুঝা যায় তার গতি আছে। গাছের গতি হঠাৎ করে দেখা যায় না। তার দেহে ঘুরে ঘুরে জড়ানো লতা যেমন বাড়তে থাকে, গাছও তেমনি বাড়তে থাকে। এই বিষয়গুলো হয়ত আমরা এখন এক কথায় বুঝি। কিন্তু পুরো বইটি পাঠের মাধ্যমে এই আবিষ্কারের ক্রমবিকাশ সম্পর্কে জানা যাবে ।