মীর মশাররফ হোসেন

মীর মশাররফ হোসেন

জন্ম : 13th November 1847

মৃত্যু : 19th December 1911

বই সংখ্যা: 2

বায়োগ্রাফি: মীর মশাররফ হোসেন বাংলা ভাষার অন্যতম প্রধান গদ্যশিল্পী। তিনি ১৮৪৭ সালে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বহুমুখী প্রতিভার মাধ্যমে তিনি আধুনিক যুগে মুসলিম বাংলা সাহিত্য সমৃদ্ধ ধারার প্রবর্তন করেন। যদিও তিনি ছিলেন সাম্প্রদায়িক মনোভাব থেকে মুক্ত এক লেখক। তিনি তাঁর নাটক ও আত্মজৈবনিক উপন্যাসে সমকালীন সমাজের অসঙ্গতি ও সমস্যার ওপর তীক্ষ্ণ কটাক্ষপাত করেন। তাঁর প্রথম উপন্যাস রত্নবতী ১৮৬৯ সালে প্রকাশিত হয়। এরপর তিনি একে একে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী, পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা হলো: বসন্তকুমারী নাটক, জমিদার দর্পণ, সঙ্গীত লহরী, উদাসীন পথিকের মনের কথা ইত্যাদি। তাঁর অমর কীর্তি কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাস। তাঁর সাহিত্যের গুরু ছিলেন কাঙাল হরিনাথ। ১৯১২ সালে তাঁর মৃত্যু হয়।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader