![author.author_bn](/_next/image?url=https%3A%2F%2Fd25swln94uq8y4.cloudfront.net%2Fmedia%2Fbook_th%2F93F1A712.jpg&w=750&q=100)
সংক্ষিপ্ত বিবরন : জমিদার দর্পণ নাটকে সাধারণ কৃষকদের উপর জমিদারদের অত্যাচারের বহুমাত্রিক এবং বিচিত্র দিকটি পরিষ্কার ভাবে তুলে ধরা হয়েছে। জমিদারদের লাম্পট্য দোষ, শোষণ, প্রজা পীড়ন ও অর্থের প্রভাবে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ এ নাটকের মূল বিষয় যা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার মাত্র।