সংক্ষিপ্ত বিবরন : ‘হারানো শিশু’ এমন একটি শিশুর গল্প যে নিজে নিজে হারিয়ে যায়। তবে তার কাছে লেখা থাকে তার বাসার ঠিকানা। তার সাথে পার্কে লোকের বৃদ্ধ লোকের দেখা হয়। সে শিশুটিকে বাসায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। শিশুটির সাথে নানান গল্প করে। এর মধ্যে শিশুটির মা এসে শিশুটিকে নিয়ে যায়। বৃদ্ধ লোকটের মনে পড়ে এমনভাবে সেও একদিন হারিয়ে গিয়েছিলো। কিন্তু তাকে কেউ খুঁজে নেয়নি। সেও সারা জীবনে আর তার স্বজনদের খুঁজেও পায়নি।