সংক্ষিপ্ত বিবরন : আহসান হাবীবের কিশোর গল্প ‘নিল ডাউনে ফার্স্ট বয়।’ মতিলাল হাইস্কুলের ক্লাস এইটের ফার্স্ট বয় সঞ্জুকে ঘিরে গল্পটি এগিয়েছে। স্কুলের নোটিশ বোর্ডে টাঙানো আইনের বাইরে বৃদ্ধ শিক্ষক আকবর স্যার স্বাধীন মনে শাস্তি বজায় রাখেন। শাস্তি কেন? লুকিয়ে আকবর স্যারকে খাবার দিয়ে আসা কি অপরাধ! সব প্রশ্নের জবাব মিলে যায় যখন আকবর স্যার সঞ্জুর মায়ের হাতের রান্নায় মুগ্ধ হয়ে শাস্তি বাতিল করে দেন।