সংক্ষিপ্ত বিবরন : মেলা থেকে ছেলেধরা চুরি করে ছোট্ট কেকাকে। নিয়ে যায় সুদূর পাকিস্তানের এক প্রদেশে। কেকাকে উদ্ধারে তার ভাই সাগরও পিছু নেয় ছেলেধরা দলটির। সাগরের এই দুঃসাহসিক যাত্রায় টানটান উত্তেজনায় পরিপূর্ণ এক গল্প রাবেয়া খাতুনের কিশোর উপন্যাস ‘দুঃসাহসিক অভিযান’।