সংক্ষিপ্ত বিবরন : ছায়ামূর্তি আশা আর জাভেদের পাশে এসে দাঁড়ালো। তার সমস্ত দেহ আলখেল্লায় ঢাকা। মুখে মুখোশ, হাতে গ্লাবস্, পায়ে ভারি বুট। ছায়ামূর্তি আশাকে তুলে নিয়ে পাশের গুহায় প্রবেশ করলো, তারপর তাকে শুইয়ে দিলো একটা আসনে। ফিরে এলো পুনরায় জাভেদের পাশে। জাভেদকে এবার সে কাঁধে তুলে নিলো এবং বেরিয়ে গেলো আলগোছে।