সংক্ষিপ্ত বিবরন : ট্রলার ছেড়ে দিল। নদীর হাওয়ায় আর রোদে মাকে দেখতে যাওয়ার উত্তেজনায় ভেতরে ভেতরে তিনভাইবোন এখন ব্যাকুল হয়ে আছে। কারও মুখে কোনও কথা নেই। কিন্তু তিনজনের মুখেই গভীর আনন্দের ছাপ ফুটে আছে। যেন জীবনের সবচাইতে বড় পাওয়াটি তারা পেতে যাচ্ছে।