সংক্ষিপ্ত বিবরন : পঞ্চম দিনে মনসুর ডাকু ও তার অনুচর কয়েকজন যখন প্রায় মৃত্যু মুখে এসে দাঁড়িয়েছে তখন হঠাৎ তাদের নজরে পড়লো দূরে বহুদূরে একটা জাহাজ এগিয়ে আসছে। মনসুর ডাকু ও তার অনুচর কয়েকজনের মনে বাঁচার আশা দেখা দিলো । মনসুর ডাকু অনুচরদের বললো, তোমরা সবাই গায়ের জামা খুলে নাড়াতে থাকো, যেমন করে হোক ঐ জাহাজের দৃষ্টিতে পড়তে হবে। মনসুর ডাকু নিজে ও অনুচরগণ গা থেকে জামা খুলে নাড়াতে লাগলো। দু’দিন কেটে গেলো, তবু জাহাজটা এগুচ্ছে বলে মনে হচ্ছে না। স্রোতের টানে বোটখানাই এগিয়ে চলেছে সেই জাহাজটার দিকে।