সংক্ষিপ্ত বিবরন : হলুদখালি ঘাটির মুক্তিযোদ্ধা ছেলেরা সবাই শিক্ষিত। উচ্চ শিক্ষিত ছেলেও আছে তাদের মধ্যে। হামিদ ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএসসি পাশ করে বাংলার স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিলো; সেই হামিদ এ কথা শুনে গম্ভীর কণ্ঠে বলে, ‘হাসান ভাই জানি না কে সেই বন্ধু যার অসীম দয়ায় এতোগুলো মূল্যবান জীবন আজ রক্ষা পেয়েছে। ’ মাসুদ বলে উঠলা, ‘তাকে যদি একবার পেতাম তাহলে...।’ ‘তাহলে কি করতে মাসুদ?’ বললো বনহুর। ‘অন্তর দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাতাম।’ একটু হাসলো বনহুর, তারপর বললো, ‘তোমাদের ভালোবাসা, শ্রদ্ধা সে যেখানেই থাকুক গ্রহণ করেছে ভাই। তোমাদের ভালোবাসাই যে তার একমাত্র কাম্য।’