সংক্ষিপ্ত বিবরন : এক সময় ঝড় থেমে এলো। বনহুর আর রহমান এগিয়ে চলেছে। তাদের সমস্ত দেহ বালুতে একাকার হয়ে গেছে। মাথার চুল, কপাল, শরীর জামা কাপড় সব যেন বালুতে বালুকাময়। রহমান আর বনহুর কারো হাতে কোনো বাঁধন নেই, মুক্ত তারা। সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে জানে না। ঝড় থেমে যাওয়ায় সূর্যের তাপ পুনরায় প্রখর হয়ে উঠেছে। শুধু বালুর-স্তূপ চারিপাশে। পা থেকে হাঁটু অবধি বালুর মধ্যে ডুবে যাচ্ছে। চলতে বড় কষ্ট হচ্ছে বনহুর আর রহমানের। তবু তারা এগুচ্ছে সামনের দিকে।