সংক্ষিপ্ত বিবরন : রমনা পার্কের গেটের ভিতরে গাড়ি প্রবেশ করলে বনহুরের। এখানে আরও অনেক গাড়ি পার্ক করা আছে। বনহুর একটি জায়গা বেছে নিয়ে গাড়ি রাখলো। তারপর গাড়ি থেকে নেমে এগুতে লাগলো বনহুর আর মিসেস শোহেলী। অন্যান্য ভদ্রলোক এবং ভদ্রমহিলা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে, এমন জুটি তারা যেন ইতিপূর্বে আর দেখেনি। পাশাপাশি উভয়ে এগিয়ে চলেছে পার্কের পথ ধরে। আরও অনেক পুরুষ-মহিলা শিশু, বালক-বালিকাসহ চলেছে। বনহুর আর মিসেস শোহেলী নির্জন একটা জায়গা বেছে নিয়ে বসে পড়লো। বনহুরের উদ্দেশ্য কোনোরকমে শোহেলীকে এড়ানো, কিন্তু কিছুতেই যেন তা সম্ভব হচ্ছে না, যতই ওকে ত্যাগ করার চেষ্টা করছে ততই মিসেস শোহেলী আরও নিবিড় হওয়ার চেষ্টা করছে যেন তার সঙ্গে। ফ্যাসাদ গুণলো বনহুর। পাশাপাশি বসে আছে বনহুর আর মিসেস শোহেলী। বেলা শেষের সূর্যাস্তের সোনালী আভা এসে ছড়িয়ে পড়েছে উভয়ের মুখে।