সংক্ষিপ্ত বিবরন : অপলক চোখে সুমির দিকে তাকিয়ে আছে মামুন। সুমি বোরকা পরে এসেছে। কাদের তাকে গেটের কাছ থেকে এগিয়ে এনেছে। হানিফ বুলবুলি দুজনই দেখেছে একজন বোরকা পরা মহিলা বাড়িতে ঢুকছে। মামুনের কথা তারা জেনেছে, দেখেছেও মামুনকে। আগের সেই ঝকঝকে তকতকে প্রাণবন্ত মামুন তো আর নেই। সে এখন যেন পোড়া একটুকরো কাঠ। মুখটা ভাঙাচোরা, চোখের কোলে গাঢ় কালি, কয়েকদিন শেভ না করার ফলে দাড়ি গোঁফে একাকার মুখ। ময়লা-নোংরা একই জামা কাপড় পরে আছে কয়েকদিন ধরে। এ জন্য কাদের হানিফ ও বুলবুলিকে বলেছে যে তার ছোট চাচার ছোট ছেলে। নাম হচ্ছে মাবুত। তার কাছে এসেছে চাকরির আশায়, এসে শরীরটা খারাপ হয়ে গেছে বলে ঘর থেকে বেরুচ্ছে না। খারাপের কথা শুনে ঢাকায় মাবুতের যে বোন থাকে সে তাকে দেখতে এসেছে।