সংক্ষিপ্ত বিবরন : 'সারাবেলা' ইমদাদুল হক মিলনের সাড়া জাগানো উপন্যাসগুলোর মধ্যে অন্যতম। রোমান্টিক ঘরানার এই কাহিনিতে তিনি ফুটিয়ে তুলেছেন রাবীন্দ্রিক বিরহের আবহ। দুই তরুন-তরুনী কাছাকাছি এসেও কী কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, কী তাদের টানাপোড়েন- সেটিই জানা যাবে এই উপন্যাসে।