সংক্ষিপ্ত বিবরন : সিগ্রেটে শেষটান দিয়ে হাসল টাট্টু। কুয়ারা করতাছে। কুয়ারা। মনে মনে মায়া আসলে চায় তুমি তারে চিঠি লেখ কিন্তু শিরিনের কাছে ধরা দিব না। খুবই ত্যান্দর টাইপের মাইয়া। তুমি আবার চিঠি লেইখা শিরিনরে দিয়া পাঠাও, দেখবা সেই চিঠিও রাখব আবার আগের মতোন শিরিনরে বলবও যে তুই আর এইসব চিঠি লইয়া আমার কাছে আসবি না। বাচ্চু একটা দীর্ঘশ্বাস ফেলল। কী জানি, মতিগতি কিছু বুঝি না। আমি বুঝছি। বুঝে থাকলে বল কী করব আমি? সরাসরি মায়ার লগে দেখা করো। কথা কও। কোথায় দেখা করব?