সংক্ষিপ্ত বিবরন : আকাশে পূর্ণচন্দ্র। জোছনায় ভরে গেছে চারদিক। খোলা ছাদে স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে হাবীবা। সুলতান ধীরে ধীরে হাবীবার চুলে, মাথায় পিঠে হাত বুলিয়ে চলেছে। অদূরবর্তী বাগান থেকে হাস্নাহেনা ফুলের সুরভি নিয়ে মৃদু সমীরণ তাদের সাদর সম্ভাষণ জানিয়ে যাচ্ছে। সুলতান হাবীবার মুখে হাত বুলিয়ে বলে, ‘কত সুন্দর তুমি! হাবীবা, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আর আমার কোনো ব্যথা নেই।’ স্বামীর বুকে মুখ গুঁজে বলে হাবীবা, ‘ওগো, তুমি যে তার চেয়েও সুন্দর। আমার জীবনাকাশে পূর্ণচন্দ্র তুমি।’ সুলতান হাবীবাকে নিবিড়ভাবে বুকে চেপে ধরে আবেগভরা কণ্ঠে ডাকে, ‘হাবীবা!’