সংক্ষিপ্ত বিবরন : হারিয়ে যাওয়া গানের সুর কিংবা ঢাকা, বরিশাল ও নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথোপকথনের বই ‘নিঃসঙ্গতার পাখিরা’। হঠাৎ কল্পনার মানুষের সাথে দেখা হওয়া, কখনো বিস্ময়, মুঠো কুয়াশার ভোর, আকাশ দেখা, আগস্টের বৃষ্টি কিংবা যন্ত্রণারা বেড়াতে যাওয়ার স্মৃতি কবিতায় তুলে ধরেছেন কবি। আত্মহননের স্মৃতিচারণ, নিঃসঙ্গতার শব্দ, অদৃশ্য বেদনাকে কেন্দ্র করে কবিতা কখনো চলে গিয়েছে বহু দূর পথে, আবার তাৎক্ষণিক ফিরে এসেছে পুরানো স্মৃতির শহরে! স্মৃতির মুহূর্তকে মনের সুতোয় আবদ্ধ করে এক অনন্য মালা গাঁথতে চেয়েছেন কবি। তিনি কতটা সার্থক হয়েছেন তার পাঠকই বলতে পারবেন।