সংক্ষিপ্ত বিবরন : আবেদ বললেন, ‘তুই না খেয়ে আছিস, আমার তো ঘুম আসে না মা। ওঠ, খেতে চল।’ বাবার কথা শোনার সঙ্গে সঙ্গে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছে টুসি। মেয়েকে নিজের কোলের কাছে টেনে আনলেন আবেদ। যেন মেয়েটা তার এখনও একেবারেই শিশু এমন ভঙ্গিতে কোলে নিতে চাইলেন তাকে। মাথায় পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, ‘কাঁদে না মা। কাঁদে না। তুই জানিস, তুই আমার জান। তুই না ফেরা পর্যন্ত অস্থির হয়ে থাকি আমি। তারপর ফিরে ও রকম একটা ঘটনা বললি। গুলি পিস্তল, কী কী সব! মানে মৃত্যু শব্দটা শুনলে আমি দিশেহারা হয়ে যাই ‘