সংক্ষিপ্ত বিবরন : জাফর সাহেবের একমাত্র মেয়ে পিংকি। বাবা-মা যেমন তার মেয়েকে ভালোবাসে তেমনই মেয়েও বাবা-মাকে অনেক ভালোবাসে। জাফর সাহেব একদিন কপালে ব্যান্ডেজ নিয়ে বাসায় ফিরলেন। তার কপালে ব্যান্ডেজ দেখে মেয়ের মন খারাপ হয়ে গেলো। প্রিয় বাবাকে রিক্সায় না ওঠার জন্য আদুরে অনুরোধ করেছিলো পিংকি। পিংকির মেয়ে মিলি এসেও তার সাথে যোগ করেন সর্তকতার কথা। এভাবে এগিয়েছে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের রচিত ‘পিংকি ‘ উপন্যাসের গল্প।