সংক্ষিপ্ত বিবরন : মৌ খানিক চুপ করে রইল। তারপর দাউদের চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ‘শাহিনকে আমি ভালোবাসি।’ রিভলবার তাক করে রেখেছেন দাউদ। তার হাত একটু কেঁপে গেল। মৌ বলল, ‘আমি আবারও বলছি, আমি শাহিনকে ভালোবাসি। ভালোবাসা যদি অপরাধ হয়, তুমি আমাকে মার। মেরে ফেল। গুলি কর আমাকে।’ মৌ কেঁদে ফেলল। দাউদ রিভলবার নামিয়ে, অসহায় ভঙ্গিতে বললেন, ‘না না। এ কী করে হল! এ কেমন করে হল! ঘুরে ফিরে আবার সেই একই মানুষের মুখোমুখি! এ কী করে হল?’