সংক্ষিপ্ত বিবরন : প্রবল জীবনমুখী দৃষ্টি নিয়ে আল মাহমুদের গল্পের আবির্ভাব। কত সামান্য ঘটনাকে এই কবি ও কথা শিল্পী একটি নিখুঁত গল্পে পরিণত করতে পারেন তাঁর এই গল্পই সুস্পষ্ট প্রমাণ। একজন বিদূষী নারীকে কেন্দ্র করে এই গল্পটি রচিত হয়েছে। গল্পের বিদূষী নারীর সাথে শাকিলের প্রেমের চিত্র লেখক আল মাহমুদ তাঁর ‘স্বপ্নকুহক যাত্রী’ গল্পটিতে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।