সংক্ষিপ্ত বিবরন : সাংসারিক-পারিবারিক জীবনের নৈমিত্তিক ঘটনা আর দাম্পত্য-জটিলতার ভাষাচিত্র আল মাহমুদের ‘পুত্র’ গল্পটি। দুই নারী; মা এবং পুত্রের প্রেমিকা আসমা যখন মুখোমুখী , পরিবারে বাবার অবস্থান এবং সেইসব নৈমিত্তিক জটিলতায় জীবনকে এক নতুন আঙ্গিকে আবিস্কার করা এক যুবক, বদলে যাওয়া এক পুত্রের অন্যরকম গল্প!