সংক্ষিপ্ত বিবরন : ‘রামখোকা’ কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের একটি কিশোর গল্প। যার মাধ্যমে তিনি কিশোর বেলার রহস্যউন্মুখ মনে উঁকি দেওয়া কৌতুহলের দিকটি উন্মোচন করতে চেষ্টা করেছেন। কিশোর বেলার বন্ধুদের মধ্যে কৌতুক, মান-অভিমান, ঝগড়া দৃশ্যের স্থিরচিত্র দাঁড় করিয়েছেন পাঠকের সামনে। গল্পের শেষ দিকে তিনি আবার সেই কিশোর মনের কৌতুহলী তৃষ্ণা মেটাতে ম্যাজিসিয়ানের উপস্থাপন কৌশলের সাথেও পাঠকের সাথে পরিচয় করিয়েছেন।