অরুণ চৌধুরী

অরুণ চৌধুরী

জন্ম : 10th May 1955

বই সংখ্যা: 1

বায়োগ্রাফি: জন্ম : ১০ মে, ১৯৫৫। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন রসায়ন বিভাগে। সেটা ১৯৭৪। তাঁর আগপর্যন্ত ঢাকা শহর দেখা হয়নি। কুমিল্লায় স্কুল আর কলেজ। বাবা সংগীতজ্ঞ অসীত চৌধুরী। মা তৃপ্তিকণা। সংসার আর দশ সন্তান নিয়ে হিমশিম খাওয়া দিনাতিপাত। বিশ্ববিদ্যালয়ে অমনােযােগী ছাত্র বিজ্ঞাপন সংস্থার কপি রাইটারের কাজ দিয়ে কর্মজীবন শুরু। দৈনিক পত্রিকায় প্রুফ রিডার। সাংবাদিকতা। মূলধারা ছবির সহকারী পরিচালনা। গ্রন্থকার। টিভি চ্যানেলে চাকরি। সেই সূত্রে নাট্যনির্মাতা। সব শেষে দুটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা পরিচালনা। লেখকের এ পর্যন্ত তিনটি প্রবন্ধের বই, দুটি গল্পগ্রন্থ আর সাতটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader