ডিউক জন
জন্ম : 30th November 1985
বই সংখ্যা: 1
বায়োগ্রাফি: ডিউক জনের জন্ম ঢাকায়। পৈর্তৃক নিবাস চট্টগ্রাম। পড়াশোনা করেছেন ঢাকা সিটি কলেজে। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তিনি। তাঁর প্রথম বই ‘রক্তাক্ত স্বর্গ’ প্রকাশিত হয় জাগৃতি প্রকাশনী থেকে ২০১৪ সালে। একই বছর সেবা প্রকাশনী থেকে বের হয় ওয়েস্টার্ন উপন্যাস ‘সুবর্ণ সমাধি’। এরপর আরও এক ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে সেবা থেকে। উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ জীভ্স্ অভ অল ট্রেডস, মাতা হারি, কোনান দ্য সিমেরিয়ান, বেউলফ, সুলতান সুলেমান, উইণ্ডস অভ হেভেন, ক্যালিগুলা, ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার, অদেখা ভুবন ইত্যাদি। এই তালিকায় সর্বশেষ সংযোজন মাসুদ রানা সিরিজের বই ‘শকওয়েভ’। মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের সহযোগী হিসেবে বইটি লিখেছেন তিনি। এ ছাড়া নয়া উদ্যোগ পাবলিকেশন্স থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর অনুবাদগ্রন্থ ‘দ্য ক্রুসিফিক্স কিলার’। স্কুল ম্যাগাজিন দিয়ে লেখালেখির শুরু। এরপর লিখেছেন জনকণ্ঠ, প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর, কিশোরপত্রিকা, রহস্যপত্রিকা, কিশোর আলো, আনন্দভুবনসহ বহু পত্রপত্রিকায়, লিখছেন এখনও। শখের বশে বইয়ের প্রচ্ছদ করেন। এরই মধ্যে নিজের ও অন্যের বই মিলিয়ে ৫০-এর বেশি বইয়ের প্রচ্ছদ করেছেন। রয়েছে পত্রিকা সম্পাদনার অভিজ্ঞতাও।