তারিক সুজাত
বই সংখ্যা: 1
বায়োগ্রাফি: জন্ম ১৯৬৫-র ১০ সেপ্টেম্বর, ঢাকায়। কবি-লেখক-ভাষাসংগ্রামী বহুদর্শী পিতা তোফাজ্জল হোসেন ও মা হোসনে হেনা হোসেনের দ্বিতীয় সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এস.এস। সাংস্কৃতিক আন্দোলনে দেশের তারুণ্যশক্তির একনিষ্ঠ সংগঠক, এদেশের কবিদের প্রধান সংগঠন জাতীয় কবিতা পরিষদ-এর প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। কর্মজীবনেও সৃজনশীল পেশায় নিয়োজিত। খ্যাতনামা ইন্টেরিয়র, গ্রাফিক ডিজাইন ও প্রকাশনা সংস্থা জার্নিম্যান-এর কর্ণধার। ইউনেস্কোর নির্বাহী বোর্ডে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। গ্রাফিক ডিজাইনের জন্য লাভ করেছেন আন্তর্জাতিক সম্মাননা। ২০১৭ সালে গোথেনবার্গ বইমেলায় সুইডিশ আর্ট কাউন্সিলের আমন্ত্রণে ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ। প্রায় ১২টি ভাষায় অনুদিত হয়েছে তাঁর কবিতা। কবিতার জন্য ২০০৬ সালে পেয়েছেন ভারতের কৃত্তিবাস পুরস্কার ও প্রথম আলো পুরস্কার ২০১৭। সিটি-আনন্দ আলো পুরস্কার পেয়েছেন ২০১৮ সালে। কবিতায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ অর্জন করেন।