অরূপ তালুকদার
জন্ম : 6th January 1944
বই সংখ্যা: 2
বায়োগ্রাফি: অরূপ তালুকদারের জন্ম ৬ জানুয়ারি, ১৯৪৪ সালে বরগুনা জেলার গোলবুনিয়া গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সম্পন্ন করেন এমএ, এলএলবি। ষাটের দশকে যুক্ত ছিলেন চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন, সাংবাদিকতা ও পত্রপত্রিকা সম্পাদনার কাজে। ষাটের দশকে প্রকাশ হয় তাঁর প্রথম উপন্যাস ‘সারাদিন সারারাত', এরপর ‘আশার নাম মৃগতৃষ্ণিকা’, ‘নীলিমায় নীল' ও গল্পগ্রন্থ 'রংরাজ ফেরে না'। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্ত ছিলেন 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র'র সঙ্গে। তিনি স্বীকৃতিপ্রাপ্ত ‘শব্দসৈনিক'। '৭৪-এ মুক্তধারা থেকে প্রকাশ হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'সেই নির্বাসন চাই'। '৭৮-এ কলকাতা হতে বের হয় কাব্যগ্রন্থ 'দূরের হরিণী', '৮২ সালে উপন্যাস 'বন্ধদুয়ার' ও কাব্যগ্রন্থ ‘অন্ধকারে আলোর ম্যাজিক'। অরূপ তালুকদার দীর্ঘ সাংবাদিক জীবনে ছিলেন 'কমনওয়েলথ জার্নালিস্টস এ্যাসোসিয়েশন (সিজেএ), লন্ডন-এর সদস্য। বিভিন্ন সময়ে সাংবাদিক হিসেবে কাজ করেছেন দৈনিক পূর্বদেশ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দি ডেইলি স্টার, নিউজ টুডে, ইউএনবি ও আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি এবং রয়টার্স-এ।