সুকান্ত ভট্টাচার্য

সুকান্ত ভট্টাচার্য

জন্ম : 15th August 1926

মৃত্যু : 13th May 1947

বই সংখ্যা: 9

বায়োগ্রাফি: সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের ধূমকেতু তুল্য কবি। ১৯২৬ সালের জন্মগ্রহণ করেন তিনি। তাঁর কবিতার বিষয়বস্তু ছিল সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ। তাঁর রচনাকর্মে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার শোষণহীন সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে বারবার। বাংলা কবিতার বৈপ্লবিক ভাবধারাটি যাঁদের সৃষ্টিশীল রচনায় সমৃদ্ধ হয়েছে, সুকান্ত তাঁদের অন্যতম। তাঁর কবিতার ছন্দ, ভাষা, রচনাশৈলী এত স্বচ্ছন্দ, বলিষ্ঠ ও নিখুঁত যে, তাঁর বয়সের বিবেচনায় এরূপ রচনা বিস্ময়কর ও অসাধারণ। ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষায় অকৃতকার্য হন এবং প্রতিষ্ঠানিক শিক্ষার ইতি টানেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে কমিউনিস্ট পার্টির সক্রিয় এ কর্মীর কলম ছিল ক্ষুরধার। তাঁর রচনাবলিগুলো হলো- ছাড়পত্র, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি। ১৯৮৭ সালের মাত্র ২১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader