যাযাবর
বই সংখ্যা: 1
বায়োগ্রাফি: যাযাবর ছদ্মনামের আড়ালে থাকা বিরলপ্রতিভার লেখকের প্রকৃত নাম বিনয় মুখোপাধ্যায়। যাযাবরের ‘দৃষ্টিপাত’ বাংলা গদ্যরচনায় একটি মাইলফলক স্বরূপ। এছাড়া তার অপর দুই উপন্যাস, ‘জনান্তিকে’ ও ‘ঝিলম নদীর তীর’ যথেষ্ট উচ্চাঙ্গের সৃষ্টি। এছাড়া যথেষ্ট চিত্তাকর্ষক যাযাবরের ছোটগল্পগুলোও। শুধু শক্তিশালী ভাষা নয়, বিষয়বস্তুর বৈচিত্র্য গল্পগুলি অনন্য এক উচ্চতায় আসীন হয়েছে। ১৯০৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। বঙ্গবাসী কলেজ থেকে বি.এ. পাশ করে যুগান্তর পত্রিকায় কর্মজীবন শুরু করেন। পত্রিকায় তিনি "শ্রীপথচারী" ছদ্মনামে রাজনৈতিক কলম লিখতেন। "দৃষ্টিপাত" উপন্যাসটি তাঁকে তুমুল জনপ্রিয়তা দান করে। "দৃষ্টিপাত" উপন্যাসটির হিন্দীসহ বেশ কয়েকটি ভাষাতেও অনূদিত হয়েছে। বাংলা ভাষায় ক্রিকেট নিয়েও তাঁর দুইটি গ্রন্থ "খেলার রাজা ক্রিকেট" এবং "মজার খেলা ক্রিকেট" রয়েছে। ২০০২ সালে খ্যাতনামা এই সাহিত্যিকের তিরোধান হয়।