স্বামী বিবেকানন্দ

স্বামী বিবেকানন্দ

জন্ম : 12th January 1863

মৃত্যু : 4th July 1902

বই সংখ্যা: 1

বায়োগ্রাফি: স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। সেই সঙ্গে ব্রিটিশ ভারতে ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটিও তিনি প্রবর্তন করেন। একই সঙ্গে তিনি লেখক হিসেবেও প্রতিষ্ঠিত। দার্শনিক, ধর্মীয়-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ এক অনন্য সাধারণ প্রতিভা। ১৮৬৩ সালে জন্মগ্রহণ করেন তিনি। স্বামীজি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন যাঁর উচ্চ চিন্তাধারা, আধ্যাত্মিক জ্ঞান ও সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রত্যেক মানুষের মনে এক গভীর ছাপ ফেলেছিল। তাঁর রচিত বিভিন্ন প্রবন্ধ ও ধর্মীয় উপদেশমূলক বইগুলোকে একত্র করে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ রচনাবলী নামে প্রকাশ করেছেন। তৎকালীণ ভারতীয় সমাজ ব্যবস্থার উপর ঐতিহাসিক দালিলিক ভিত্তি হিসেবেও তাঁর রচনাবলী গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ১৯০২ সালের তিনি মৃত্যুবরণ করেন।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2024 All Rights Reserved

loader